বাউফলে নববর্ষে জুয়াড়ি মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাউফলে নববর্ষে জুয়াড়ি মাদক ব্যবসায়ী গ্রেফতার

এম অহিদুজ্জামান ডিউক , বাউফল:
পটুয়াখালীর বাউফলে নববর্ষের রাতে ৪ জুয়াড়ি ও ইয়াবা গাঁজা পাওয়ার অপরাধে ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের পটুয়াখালী জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১০টার দিকে পৌর শহরের গুলশান পাড়ার মজিদ মিয়ার বাসার সামনে ১কেজি ৯০০গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয় ফরিদুল ইসলাম (১৭) নামের এক কিশোরকে। ওই কিশোর একটি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্র। কিশোরটি  চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরআলগী গ্রামের মাওলানা ইমাম হোসেনের পুত্র। এর কিছুক্ষণ পরে একই এলাকার মজিদ মিয়ার নির্মাণাধীন ভবনের ভিতর থেকে রাত পৌনে ১১টায় নাজিরপুর ইউপির ৪নং ওয়ার্ডের ওহাব মিয়ার পুত্র রোমান হাওলাদার (২০) ৫নং ওয়ার্ডের মৃত দুলাল হোসেনের পুত্র মেহেদী হাসান (২১) পৌর শহরের ৭নং ওয়ার্ডের রাজ্জাক মুনিরের পুত্র স্বপ্নীল হোসেন (১৯) ও আবুল হোসেনের পুত্র মজিদ আবদুল্লাহ অভি (২০) কে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে ৪৮০টাকা জব্দ করা হয়। অপরদিকে রাত ২টা ৩০ মিনিটের সময় নাজিপুর ইউপির ৬নং ওয়ার্ডের সুলতানাবাদ গ্রামের জাকির হোসেনের ঘরে তল্লাশি চালায় পুলিশ। ওই সময় ঘরের ভিতরের ওয়ারড্রোপ থেকে পলিথিনে মোড়ানো ৭২ পিচ ইয়াবা জব্দ করে এবং গৃহকর্তা জাকির হোসেনকে গ্রেফতার করা হয়। ওই ঘটনায় বাউফল থানা পুলিশ বাদী হয়ে পৃথক আইনে মামলা দিয়ে গ্রেফতারৃকতদের জেল হাজতে প্রেরণ করে।